Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা কমপ্লেক্স
স্থান
দুমকী উপজেলা সদরে
কিভাবে যাওয়া যায়
ঢাকা সদরঘাট থেকে লঞ্চযোগে দুমকীর পাতাবুনিয়া লঞ্চঘাট অথবা ঢাকা থেকে পটুয়াখালীগামী বিলাস বহুল লঞ্চ সমূহের একটিতে আপনি চলে আসতে পারেন বগা-চরগরবদী ঘাট, সেখান থেকে নেমে বাসে অথবা মটরসাইকেলে দুমকী উপজেলা সদরে উপজেলা কমপ্লেক্স। থাকার জন্য বেছে নিতে পারেন উপজেলা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত জেলা পরিষদের দৃষ্টি নন্দন ভিভিআইপি রেষ্ট হাউজ। এছাড়াও রয়েছে লুথার‌্যান হেলথ কেয়ার বাংলাদেশ এর রেস্টহাউজ (সংরক্ষিত)। আবার আপনি দুমকীতে আসতে পারেন বরিশাল হয়ে। ঢাকা থেকে লঞ্চ অথবা বাসে বরিশাল। সকাল থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, কলাপাড়া গামী বিলাসবহুল বাস পাওয়া যায় গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডে। বরিশালের বাসে অথবা লঞ্চে আসলে বরিশাল নেমে পটুয়াখালী অথবা কুয়াকাটাগামী বাসে লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ারে নেমে মটরসাইকেল অথবা লোকাল বাসযোগে আপনাকে আসতে হবে দুমকী উপজেলা সদরে অবস্থিত উপজেলা কমপ্লেক্সে।
বিস্তারিত

২০০৮ সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন দৃস্টিনন্দন উপজেলা কমপ্লেক্সের। প্রায়ই এখানে আশে-পাশের এলাকা থেকে দর্শনার্থীরা আসেন মনোমুগ্ধকর বিকেলের অবসর কাটানোর জন্য। দৃষ্টিনন্দন গোলঘর-পান্থকুঞ্জ, বৃক্ষশোভিত ও ফুলে সাজানো উপজেলা ক্যাম্পাসে রয়েছে ঘাট বাঁধানো পুকুর, সু-শৃঙ্খলভাবে সাজানো সুরম্য ও নান্দনিক ভবন সমূহ, যা দর্শকদের মন কেড়ে নেয়।